এফএনএস স্পোর্টস: ডান-হাতি পেস বোলিং অলরাউন্ডার সিন অ্যাবটকে রেখে আগামী ওয়ানডে বিশ^কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গেল মাসে বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছিলো অস্ট্রেলিয়া। ঘোষিত প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন নাথান এলিস, অ্যারন হার্ডি ও তানভির সাঙ্ঘা। ২০১৪ ওয়ানডে অভিষেকের পর এখন অবধি অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ১১টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন অ্যাবট। উইকেট শিকার করেছেন ১৩টি। গেল মার্চে ভারত সফরে তিন ম্যাচের সিরিজে ৪ উইকেট নিয়েছিলেন অ্যাবট। অ্যাবটের অর্ন্তুভুক্তিতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারদের তালিকা আরো বড় হলো। মিচেল মার্শ, ক্যামেরুন গ্রিন, মার্কাস স্টয়নিস ও প্যাট কামিন্সের সাথে থাকছেন অ্যাবটও। স্পিন বিভাগকে নেতৃত্ব দিবেন এডাম জাম্পা। তার সাথে থাকছেন অ্যাস্টন আগার ও গেøন ম্যাক্সওয়েল। ইনজুরিতে ভুগছেন ম্যাক্সওয়েল, অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। বিশ^কাপের আগে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তাদের পাবার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। অস্ট্র্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘দ্রæতই সুস্থ হয়ে উঠছেন ইনজুরিতে থাকা ক্রিকেটাররা এবং এ মাসের শেষে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডেতে খেলবেন তারা।’ বেইলি আরও বলেন, ‘বিশ^কাপের চ‚ড়ান্ত দল ঘোষনার আগে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে ৮টি ওয়ানডে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। এরপর বিশ^কাপের দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ আছে। বিশ^কাপের মূল লড়াইয়ে আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য যথেষ্ট সুযোগ আছে।’ আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ^কাপ দলে পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ^কাপ। ৮ অক্টোবর চেন্নাইয়ের স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে অস্ট্রেলিয়া। বিশ^কাপের জন্য অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স, সিন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গেøন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।