এফএনএস স্পোর্টস: চলতি বছরই ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর এই ফরম্যাটে পাকিস্তান রয়েছে ফর্মের তুঙ্গে। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার জয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। তাই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন দলটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানকে শীর্ষে তুলতে অবদান রাখা শাহিন আফ্রিদি জিও নিউজে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলেছেন, ‘ওয়ানডে ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবার বিশ্বকাপ আর এশিয়া কাপের ফাইনাল জিতব।’ সা¤প্রতিক সময়ে ব্যাট হাতেও মারকুটে ইনিংস খেলছেন শাহিন। ব্যাটে, বলে ও ফিল্ডিংয়ে এই ছন্দ ধরে রাখতে চান তিনি। ২৩ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমি তিন বিভাগেই ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব।’ রাজনৈতিক কারণে ভারতের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয় না পাকিস্তানের। শাহিন আফ্রিদিদের মতো তরুণ ক্রিকেটারদের কাছে ভারতের কন্ডিশন অচেনা আর অজানাই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে আফ্রিদি বলেন, ‘ভারতের কন্ডিশন আমাদের জন্য খুব বেশি আলাদা হবে না। বিশ্বকাপে আমরা তার সুবিধা নিতে চেষ্টা করব।’