শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

বিশ্বকাপ দাবায় খেলবেন ফাহাদ ও জান্নাতুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: এশিয়ান জোনাল দাবায় একদিকে হাসি আর অন্য দিকে কান্নার ছবিও ফুটে উঠেছে। হাসি মুখে মিষ্টি মুখ করছিলেন দাবা খেলতে আসা সিনিয়র জুনিয়র দাবাড়ুরা। ঢাকার মতিঝিলে পূর্বাণী হোটেলের বলরুম ঘিরে ছিল দাবাড়ুদের পদচারণা। মুখে মুখে মিষ্টি বিতরণ চলছিল। আর অপরাজিত দুই চ্যাম্পিয়ন ফাহাদ রহমান এবং জান্নাতুল ফেরদৌস ঘুরে বেড়াচ্ছেন। এই দুই দাবাড়ু আগামী বিশ্বকাপ দাবায় খেলবেন। এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হলে বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ আসবে, ছেলেদের বিভাগে সেটি জয় করেছেন ফাহাদ এবং মেয়েদের বিভাগে জান্নাতুল ফেরদৌস। এই দুজন আজারবাইজানের বাকু শহরে বিশ্বকাপ দাবায় খেলবেন। শাহ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিবরা খেলেছেন। নিয়াজ নাম সরিয়ে নেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান বলছিলেন তিনি কিছু দিন আগে ইউরোপে খেলে এসেছেন। নরওয়ে এবং স্পেনে খেলে তার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই এই টুর্নামেন্টে ভালো খেলতে সহযোগিতা করেছে। আরো বেশি বেশি টুর্নামেন্টে খেলে যদি অভিজ্ঞতা অজর্ন করা যায় তাহলে সামনে জিএম নর্ম পাওয়া যাবে। ফাহাদের দাবি দীর্ঘ মেয়াদের জন্য বিদেশি কোচ আনা হলে দেশের দাবাড়ুরা উন্নতি করতে পারবে। ফাহাদ এর আগেই এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেটি ২০১৯ সালে। তাই হয় ফাহাদের কাছে খুব বেশি আনন্দের নয়। ফাহাদ জানিয়েছেন চ্যাম্পিয়ন হলে সবারই আনন্দ লাগে। কারণ বিশ্বকাপে খেলার সুযোগ আসে এই টুর্নামেন্টে। আগের বার বিশ্বকাপ খেলে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলাম। প্রশিক্ষণ হলে উন্নতি করার সুযোগ থাকে।’ জান্নাতুল ফেরদৌস এবারই প্রথম জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন। কলেজের পরীক্ষা থাকলে জান্নাতুল ফেরদৌসের পক্ষে আর এই টুর্নামেন্ট খেলা হতো না। মতিঝিল মডেল কলেজের শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের টেস্ট পরীক্ষা এক মাস পিছিয়ে যায়। সেই সুযোগে খেলায় মনোযোগ দেন তিনি। ফাহাদের সঙ্গে সেদিন লড়াই করছিলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। এই দাবাড়ু জোনাল দাবায় নর্ম অর্জন করেছেন। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল তাহসিনের। ছেলে যখন লড়াই করছিল তখন বাবা জিয়াউর রহমানও তার বোর্ডে। নিজের খেলার চেয়ে ছেলের লড়াইয়ে নজর রাখতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। কান্নায় চোখ ভিজে গিয়েছিল জিয়ার। নিজে হেরে গেছেন প্রতিপক্ষের কাছে। টাইব্রেকিংয়ে রানার্সআপ হওয়া তাহসিন তাজওয়ার স্বপ্ন দেখেন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আরো আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com