এফএনএস স্পোর্টস: ভারতের মাটিতে অক্টোবরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর ইনজুরির কারণে এই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। এরপর মঙ্গলবার স্ক্যান করানোর পর জানা যায় ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে উইলিয়ামসনের। চিকিৎসকরা জানান, ডান হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। সাধারণত লিগামেন্ট ইনজুরিতে অস্ত্রোপচার করালে পুরোপুরি সুস্থ হতে ছয় মাস সময় লাগে। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে তার এখনও তিন সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে এপ্রিলের শেষে সার্জারি হবে তার। সুস্থ হয়ে পূর্ণ ফিটনেস নিয়ে ঠিক ছ’মাস পরে তার বিশ্বকাপ খেলার কঠিন হবে। ইনজুরিতে পড়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও আইপিএলের দল গুজরাট টাইটান্স পাশে ছিল উইলিয়ামসনের। আর তাই কৃতজ্ঞতা জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘গত কয়েক দিনে গুজরাট টাইটান্স ও নিউজিল্যান্ড ক্রিকেট আমার পাশে ছিল, তাদের ধন্যবাদ জানাতে চাই। স্বাভাবিকভাবেই চোটের কারণে আমি হতাশ, কিন্তু আমার সব মনোযোগ এখন অস্ত্রোপচার শেষে পুনর্বাসনের দিকে। সেরে উঠতে অনেকটা সময় লাগবে, কিন্তু মাঠে ফেরার জন্য যা দরকার, সবটাই আমি করব।’