বর্তমান সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশেষ ভাবে আলোচিত হলেও উক্ত আলোচনাকে পিছনে ফেলেছে বিশ্বকাপ ফুটবলের আসর। ফিফা কর্তৃক আয়োজিত বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর কাতারে চলমান, বিশ্বের দেশে দেশে ইউক্রেন যুদ্ধের ডামাডোল, আতঙ্ক, উদ্বেগ আর উৎকণ্ঠা এরই মাঝে বিশ্বকাপ ক্রিকেট কিছুটা হলেও গন মানুষের মাঝে, বিশ্ববাসির মাঝে শান্তি, আর স্বস্তির সুবাতাশ প্রবাহিত করেছে। দক্ষিন এশিয়ার দেশ বাংলা দেশ, আমাদের দেশে বিশ্বকাপ ফুটবলে নেই বা এই আসরের তালিকা ভূক্ত নয়, কিন্তু হলে কি হবে বিশ্বের অন্য যে কোন দেশের অপেক্ষায় আমাদের দেশের জনসাধারনের মাঝে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা থেমে নেই। দেশের প্রতিটি প্রান্তে, ক্ষনে ক্ষনে, দ্বারে দ্বারে বিশ্বকাপ আর বিশ্বকাপের কথকথা, বাংলাদেশের জনসাধারনের মাঝে বিশেষ করে ক্রীড়ামোদীদের মাঝে বিশ্বকাপ জয়ী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশী এর বাইরে অবশ্য জার্মানী, ফ্রান্স এর সমর্থকদের উপস্থিত বিদ্যমান। এবারের বিশ্বকাপ ফুটবলের বাইশ তম আসরে সর্বাপেক্ষা অঘটন হলো সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পরাজয়। অবশ্য অঘটন না বলে আমরা সৌদি আরবের রুপকথার জয় বলতে পারি, তবে এটাই সত্য যে সৌদিআরব বিশ্ব সেরা আর্জেন্টিনার সাথে ভাল খেলেই জয় পেয়েছে। দেশের সর্বত্র শীত ঋতুর অস্তিত্ব এবং অবস্থান পরিলক্ষিত হচ্ছে। শীতের সময় গুলোতে ফুটবলের আসর বিশেষ ভাবে উজ্জীবিত করেছে ক্রীড়া প্রেমীদের। প্রতিদিনই দেশের কোন না কোন এলাকায় প্রিয় দলের পক্ষে সমর্থকরা মিছিল করছে। বাসা বাড়ীর পাশাপাশি উন্মুক্তস্থানে বড় পদ্দায় বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করছে। এক কথায় বিশ্বকাপ ফুটবল কাঁপছে আমাদের দেশে। সব শ্রেনির পেশার, সব বয়সের মানুষের দৃষ্টি বিশ্বকাপ ফুটবলে।