এফএনএস স্পোর্টস: সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার। ফলে তাদের বাছাই খেলেই মূল পর্বের টিকিট কাটতে হবে। মঙ্গলবার জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাছাই টুর্নামেন্টের গ্রæপিং-সূচি প্রকাশ করেছে আইসিসি। সেখানে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ পড়েছে গ্রæপ ‘এ’ তে। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা পড়েছে ‘বি’ গ্রæপে। বাছাই চলবে ১৮ জুন থেকে ৯ জুলাই। ‘এ’ তে ওয়েস্ট ইন্ডিজের গ্রæপসঙ্গী স্বাগতিক জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল এবং যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রæপে শ্রীলঙ্কার সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে দুটি দল ১০ দলের মূল টুর্নামেন্টের টিকিট কাটবে। বাছাইয়ের গ্রæপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রæপের সেরা তিনটি দল নিয়ে মাঠে গড়াবে সুপার সিক্সের লড়াই। গ্রæপ পর্বের জেতা পয়েন্ট সুপার সিক্সেও বিবেচ্য হবে। শুধু দুই গ্রæপের তলানির দুই দলের বিপক্ষে পাওয়া পয়েন্ট বিবেচনায় নেওয়া হবে না। সুপার সিক্সে আবার একই গ্রæপের প্রতিটি দল অপর গ্রæপের প্রতিটি দলের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এখান থেকে সেরা দুটি দলই পরে মূল পর্ব ও বাছাইয়ের ফাইনাল খেলবে। বাছাইয়ের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুলাই। বাছাইয়ের গ্রæপ পর্বের সূচি: ১৮ জুন: জিম্বাবুয়ে-নেপাল, ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র। ১৯ জুন: শ্রীলঙ্কা-সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড-ওমান। ২০ জুন: জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস, নেপাল-যুক্তরাষ্ট্র। ২১ জুন: আয়ারল্যান্ড-স্কটল্যান্ড, ওমান-সংযুক্ত আরব আমিরাত। ২২ জুন: ওয়েস্ট ইন্ডিজ-নেপাল, নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র। ২৩ জুন: শ্রীলঙ্কা-ওমান, স্কটল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত। ২৪ জুন: জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস-নেপাল। ২৫ জুন: শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড, স্কটল্যান্ড-ওমান। ২৬ জুন: জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস। ২৭ জুন: শ্রীলঙ্কা-স্কটল্যান্ড, আয়ারল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত।