দেবহাটা অফিস \ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃষ্টিশীল আর আলোকিত সংগঠন “দরদী” গতকাল দেবহাটার পারুলিয়ার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার আয়োজন করে। আলোর দ্যুতি ছড়ানো আনন্দ আয়োজনের উক্ত সংবর্ধনা অনুষ্ঠান কৃতি শিক্ষার্থী আর দেবহাটার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। দেবহাটার কৃতি শিক্ষার্থীদের সংগঠন “দরদী” তাদের অনুজ কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা দৃশ্যত: মেধাবীদের মিলন মেলায় পরিণত হয় দেবহাটার পারুলিয়া আনসার প্লাজার সংবর্ধনা অনুষ্ঠানস্থান। গত কয়েকদিন যাবৎ দেবহাটার বিভিন্ন এলাকায় “দরদী” নেতৃবৃন্দের প্রচার প্রচার প্রচারণা চালছিল। আলোচনায় ছিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। গতকাল সকাল হতেই দরদী সদস্যরা আনসার প্লাজায় আসতে থাকে। বিকাল তিনটায় আলোঝলমলে পরিবেশে উৎসবের বরতায় শুরু হয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার জমকালো শুরু। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুসহ শিক্ষার্থীদের সৃষ্টিশীলতা বিষয়ক সেতুবন্ধনের অন্যতম কারিগর দরদি বছরের পর বছর তাদের অতি দায়িত্বশীল, আলোছড়ানো এবং সৃষ্টিশীলতায় দরদী হয়ে উঠেছে সত্যিকার দরদের অন্ত:রাত্মা, দরদী এক আবেগ, অনুভূতি, ভ্রাতৃত্ব আর সমতার নাম এমনই উচ্চারণ বারবার হচ্ছিল গতকালের অনুষ্ঠানস্থলে। ২০১৯ সালের ৯ আগস্ট পথচলা শুরু দরদী দেবহাটার শিক্ষার্থীদের সহায়তা ক্ষেত্র ছড়িয়ে পুরো সাতক্ষীরার বিশ্ববিদ্যালয়ের ও মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দরদির অবস্থান। জাতীয়ভাবে আলোচিত গঠিত সংগঠনের প্রতিমুখ দরদি। ৪৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা আলোর দ্যুতি ছড়ানো আনন্দ স্রোতের এই আয়োজনে সভাপতিত্ব করেন দরদি সভাপতি সাবির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জি এম আবু রাহাতের পরিচালনায় প্রতিষ্ঠাতা আব্দুলাহ আল মামুন ও প্রতিষ্ঠাতা সভাপতি নাসিম হাসানের স্বাগত বক্তৃতায় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজমুল আহসানের ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ওসি হযরত আলী, বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ অসিত ব্যানার্জী, অধ্যক্ষ আবুল কালাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুলাহ আহছানিয়া মিশন কর্মকর্তা ইকবাল মাসুদ, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা ঢাকাস্থ দেবহাটা সমিতির সম্পাদক বিশিষ্ট ব্যাংকর তাহজ্জত হোসেন হিরু, প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, প্রভাষক মহসিন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহসভাপতি সুমন বাবু, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, ধারা ভাষ্যকর সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দরদি নেতৃবৃন্দ।