বাংলাদেশ বর্তমান সময়ে বিশ্ব ব্যবস্থা ও ব্যবস্থাপনায় ব্যাপক ভাবে আলোচিত এবং আলোকিত। বিভিন্ন ক্ষেত্রে আলোকিত আমাদের দেশ সর্বাপেক্ষা আলোচিত শিল্প উৎপাদনে ও উৎপাদিত শিল্প সামগ্রী বিশ্ব বাজারে রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন। আমাদের দেশ আবহমানকাল যাবৎ কৃষিতে বিশেষ ভাবে অগ্রগামী। বিশ্বের দেশে দেশে আমাদের কৃষি উৎপাদন ও উপার্জন বিশেষ ভাবে আলোচিত। দেশের কৃষির অবস্থান ও প্রসার অনেক অনেক গুন এগিয়ে। কৃষি উৎপাদন এতটুকু এগিয়ে চলা যে উৎপাদিত কৃষি পণ্য দেশের খাদ্যের চাহিদা পুরন পরবর্তি বিশ্ব বাজারে রপ্তানী করা হয়। আর বিশ্ব বাজারে রপ্তানীর জন্য আমাদের দেশীয় অর্থনীতি যেমন সুসংহত হচ্ছে অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বহুগুনে বৃদ্ধি পাচ্ছে। দেশের কৃষির ব্যাপক উন্নতি ও উন্নয়ন হলেও দেশের শিল্প খ্যাত বিশেষ ভাবে উন্নতির দ্বারে। বিশ্ববাসি বাংলাদেশকে শিল্প প্রধান দেশ হিসেবে বিবেচনা করছে কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশ শিল্প প্রধান নয়, কৃষি প্রধান, তবে এমন সত্য যে শিল্প সামগ্রী রপ্তানীর মাধ্যমে দেশ শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে। বাংলাদেশ এগিয়ে চলা দেশের তালিকায় এবং অর্থনৈতিক নির্ভরতা ও স্বনির্ভরতার দেশ হিসেবে স্বীকৃত। দেশের অর্থনীতিতে তাই কেবল মাত্র শিল্প বা কৃষি ব্যাপক ভাবে যথাযথ ভূমিকা রাখবে তা নয়, আমাদের দেশের বৈদেশিক এবং অভ্যন্তরীন উভয় অর্থনীতিতে বিশেষ ও কাঙ্খিত ভূমিকা রেখে চলেছে শিল্প এবং কৃষি উভয় ব্যবস্থা। দেশের শিল্প উৎপাদন ও কৃষি উৎপাদন উপার্জনের মাধ্যম বিশেষ ভাবে শক্তিশালী থাকবে আর এমন প্রত্যাশা জনসাধারনের।