এফএনএস: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে শ্বাসকষ্টজনিত কারণে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মুসল্লি নাজমুল হোসেন (৭৫) বগুড়ার শেরপুর উপজেলার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবুর পন্ডিতের ছেলে। ইজতেমার মাঠে তিনি খিত্তা—৭২—এ অবস্থান করছিলেন। তার সঙ্গে থাকা মুসল্লি রহমত আলী জানান, নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। ইজতেমার ময়দানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, নিহতের গোসলসহ আনুষঙ্গিক কাজ শেষে ময়দানে জানাজা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এ নিয়ে এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে।