বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে বিশিষ্ট ব্যবসায়ী জেহের আলী সরদারের মৃত্যুবার্ষিকী পালিত তালা যুবদলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল এটিএম আজহারুলের মুক্তির দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভে মানুষের ঢল বুধহাটায় শহীদ আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে মানববন্ধন আশাশুনি ক্ষুদ্রঋণ কার্যক্রম গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা কয়রায় বিএনপির কর্মী সভায় জেলা বিএনপির আহবায়ক মন্টু বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ মিছিল হবে একটাই খুলনায় অপারেশন ডেভিল হান্টে ১১ জন গ্রেফতার খুলনায় গাজাসহ একজন আটক খুলনায় ইয়াবাসহ আটক এক কালিগঞ্জে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্ব ভালোবাসা দিবসে শ্যামনগরের সন্তান রাজ্জাক রাজ’র পরিচালনায় নাটক ভালবেসে লাভ কি হলো

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কৃতি সন্তান উদীয়মান নাট্য পরিচালক রাজ্জাক রাজ এর পরিচালনায় নির্মিত হচ্ছে, আসছে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ভালবাসার গল্প নিয়ে নাটক” ভাল হয়ে লাভ কি হলো”। নাটকটিতে এ্যাকশন, রোমান্টিক ও ইমোশনাল এই তিন মিলে অসাধারণ সুন্দর গল্পের ভাল হয়ে লাভ কি হলো নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ, মেধাবী ও গুণী পরিচালক শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারেক গাজীর সুযোগ্য বড় পুত্র রাজ্জাক রাজ। ভাল হয়ে লাভ কি হলো নাটকটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় ভাইরাল অভিনেতা তন্ময় সোহেল ও জনপ্রিয় অভিনেত্রী জারা জয়া। নাটকটি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে ১৫—ফেব্রুয়ারী বিকাল ৩.৩৩ মিনিট থেকে এন এন এফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন। আর এই রোমান্টিক এ্যাকশনধর্মী গল্পটির মাধ্যমেই ঘঘঋ ঊহঃবৎঃধরহসবহঃ ইউটিউব চ্যানেল ও ঘঘঋ ঊহঃবৎঃধরহসবহঃ ফেসবুক পেইজ এর নতুন যাত্রা শুরু হবে। বখাটে, লাফাংগা, বেয়াদবদের ভাল হওয়ার জন্য নাকি একটি চড়ই যথেষ্ট। আসলে কার হাতে চড় খেয়ে ভাল হয়ে গেল তন্ময় সোহেল। কার সাথে কিভাবে প্রেমের সম্পর্ক গড়ে উঠলো, এবং সেই ভালবাসার শেষ পরিনতই বা কি ঘটলো সব কিছু জানতে হলে দর্শকদের ভাল হয়ে লাভ কি হলো নাটকটি দেখতে হবে। এছাড়া বেক্কল বউ নাটকের ভাইরাল জনপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল বলেন এ্যাকশন, রোমান্টিক ও ইমোশনাল সুন্দর একটি গল্পে অভিনয় করলাম। যারা আমার নাটক, আমার অভিনয় পছন্দ করেন তারা অন্যরকম সুন্দর একটি গল্প দেখতে পাবেন। নাটকে আমার চরিত্রটিতে তিন রকমের ভেরিয়েশন আছে। আমার প্রিয় দর্শকবৃন্দদের এই গল্পটি অবশ্যই দেখতে এবং তাদের ভাল লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করতে অনুরোধ করছি। তন্ময় সোহেল আরো বলেন, রাজ্জাক রাজ এর ডিরেকশন সব সময়ই এনজয় করি। তিনি ভাল অভিনয় শিল্পী নির্বাচন, প্রপস, গল্পের যথাযথ নির্মাণ এমনকি পারফেক্ট অভিনয় বের করে নেওয়ার ক্ষেত্রে কোনো রকম ছাড় দেন না। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জারা জয়া বলেন, রাজ্জাক রাজ এর সাথে এইটাই আমার প্রথম কাজ কিন্তু কাজের অভিজ্ঞতাটা দারুন। তিনি আমার চরিত্রটি সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছেন। ভালবেসে লাভ কি হলো নাটকের গল্প সম্পর্কে জারা জয়া বলেন, যেখানে তন্ময় সোহেল ভাইয়াকে পুরা গ্রামের মানুষ ভয় পায়, সেখানে তিনি শুধুমাত্র আমাকে ভয়পান। কিন্তু কেনো। সেটা জানতে হলে দর্শকদের অবশ্যই গল্পটা দেখতে হবে। নাটকটি সম্পর্কে পরিচালক রাজ্জাক রাজ বলেন, গল্প নিয়ে শুধু এইটুকুই বলবো যে এটি একটি দুর্দান্ত লেভেলের গল্প। গল্পটিতে সবই আছে এ্যাকশন, রোমান্টিকতা, ইমোশন সব কিছু। পরিচালক বলেন, ভাল হয়ে লাভ কি হলো নাটকটি দেখতে, কমেন্ট করতে, এন এন এফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং এন এন এফ এন্টারটেইনমেন্ট ফেসবুক পেইজটি ফলো দিয়ে পাশে থাকতে বাংলা নাটকের প্রিয় দর্শকবৃন্দকে অনুরোধ করেছেন। এই নাটকটিতে আরো অভিনয় করেছেন—এম কে এইচ পামির, সাবিনা রনি, পঙ্কজ মজুমদার, সঞ্জীব আহমেদ, বাপ্পা দ্বীপ রায়, সীমান্ত আহমেদ, মোহাম্মদ রফিক, মাসুদ রানা, জসিম কায়কোবাদ, মোহাম্মদ শাহ পরাণ সহ আরো অনেকে। ভাল হয়ে লাভ কি হলো নাটকটি রচনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় নাট্যকার আল আমিন স্বপন, এই নাটকটির চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ। প্রধান সহকারী পরিচালক মেহেদী হাসান রাব্বী, সহকারী পরিচালক আবেদ হাসান মিদুল। নাটকটি প্রযোজনা করেছেন এন এন এফ এন্টারটেইনমেন্ট। এই অসাধারণ সুন্দর গল্পের রোমান্টিক নাটকটি এন এন এফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে দর্শকরা দেখতে পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com