সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিশ্ব মানবাধিকার দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এ বছর “সবার জন্য স্বাধীনতা, সমতা এবং ন্যায়বিচারচ্এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার আয়োজনে রবিবার(১০ডিসেম্বর-২৩)সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সংস্থার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাশীষ রায়, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, ওয়াড এর নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, এশিয়ান টিভি ও দৈনিক রানার এর উপজেলা প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সিনিয়র সহ-সভাপতি মঞ্জরুল হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাগরদাড়িঁ প্রেস ক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক প্রতিবন্ধী, দুস্থ্য-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করার পাশাপাশি প্রত্যেককে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com