বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্রামে শাহীন, তিন বছর পর পাকিস্তানের টেস্ট দলে আব্বাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

এফএনএস স্পোর্টস: দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে পাকিস্তান। সফরে তিন ফরম্যাটেই রয়েছেন বাবর আজম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টেই বাদ পড়েছিলেন তিনি। শাহীন শাহ আফ্রিদি অবশ্য টেস্ট স্কোয়াডে নেই। তবে ওয়ানডে ও টি—টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন। ইংল্যান্ড টেস্টে জায়গা না পাওয়া নাসিম শাহও ফিরেছেন টেস্টের দলে। সফরে তিনটি টি—টোয়েন্টির সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দুই দল। টি—টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর। দল ঘোষণায় চমকও রেখেছে পাকিস্তান। তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস। তার সর্বশেষ টেস্ট ছিল ২০২১ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখন পর্যন্ত দলের হয়ে ২৫টি টেস্ট খেলেছেন। নিয়েছেন ৯০টি উইকেট। টেস্ট স্কোয়াডে একমাত্র স্পিনার হিসেবে আছেন নোমান আলী। বিস্ময়করভাবে ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত নৈপুণ্যের পরও বাদ পড়েছেন স্পিনার সাজিদ খান। যার ব্যাখ্যা দিয়েছেন সাদা বলে পাকিস্তানের কোচ আকিব জাভেদ, ‘ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরও সাজিদকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল। বিশেষ করে সেঞ্চুরিয়ন ও কেপ টাউনে পেস বান্ধব উইকেট বিবেচনায় নিয়েই আমরা আব্বাসকে দলে নিয়েছি।’ তিন ফরম্যাটেই বাবর আজমের সঙ্গে আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব ও সালমান আলী আগা। জিম্বাবুয়ের বিপক্ষে টি—টোয়েন্টিতে রেকর্ড নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ—অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শাফিক, বাবর আজম, হাসিবউল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আগা। পাকিস্তানের ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, বাবব আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান। পাকিস্তানের টি—টোয়েন্টি দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com