খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন—শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ গত ৪ ডিসেম্বর রাতে খুলনা—মোংলা মহাসড়কের মৃধা কমপ্লেক্স এর বিপরীত রাস্তার উপর হইতে জেলি ফুস করা চিংড়ি মাছ সহ দুইজনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় তারা হলো খুলনা সদর থানা দিন নতুন বাজার ভেড়ি বাদ এলাকার ইউসুফ আলী শেখের পুত্র (১) মোঃ শুকুর আলী শেখ (২৬), (২) খুলনা লবণচরা থানা দিন মাথাভাঙ্গা আশরাফুল সড়ক এলাকার মৃত দলিল উদ্দিন পুত্র মোঃ আমজাদ শেখ (৫৫) দেরকে বিষাক্ত জেলি পুশকরা ৫০ কেজি চিংড়ি মাছসহ হাতেনাতে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের নিকট শিকার করেছে চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য তারা জেলি পুশ করার মতো অবৈধ পন্থা অবলম্বন করেছে এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে লবণচরা থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা রুজুপূর্ব আসামীদের জেল হাজতে প্রেরন করা হইয়াছে। তথ্যটি নিশ্চিত করেছেন লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুর জামান।