আলমগীর হোসেন, বিষ্ণুপুর থেকে \ কালিগঞ্জের বিষ্ণুপুরে শ্রাবণ মাসের মাঝামাঝিতে পর্যাপ্ত বৃষ্টি না থাকায়, পানি সংকটে কৃষকদের মাঝে হাহাকার দেখা দিয়েছে, এদিকে আমন চাষের পুরা মৌসুম চলছে। বৃষ্টিপাত না হওয়ায় আমন ধান আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বিষ্ণুপুরের কৃষকরা। ভরা মৌসুমেও পানি না থাকায় ধানের বীজ রোপণ করতে পারচ্ছেন না কৃষকরা। সেচ-এর মাধ্যমে বীজতলা করলেও পানির অভাবে মরে যাচ্ছে বীজ। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে নেংগীর বিলের ৩২৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৃষ্টির অপেক্ষায় কৃষক বীজতলা তৈরি করে রেখেছেন। তবে শ্রাবণে এসে আবারো বৃষ্টি না-হওয়া হতাশায় ভুগছেন কৃষকরা। অনেক এলাকায় পড়ে আছে রোপণের উপযুক্ত চারা। এদিকে কৃষক ছুরাত আলী জানান, আষাঢ়, শ্রাবণ মাসে বৃষ্টির পানির উপর নির্ভর করে আমন চাষ করা হয়। এ বছর বর্ষায় বৃষ্টির দেখা না পেয়ে হতাশায় কাটাচ্ছেন আর পানির জন্য হাহাকার করছেন। চাঁচাই গ্রামের চাষি শহিদুল ইসলাম জানান, বৃষ্টির পানির অভাবে ক্ষেতে চাষ দিতে পারছিনা। আমন ধানের চাষ পুরোটাই নির্ভর করে বৃষ্টির পানির উপর। বিষ্ণুপুর কৃষি কর্মকর্তা মফিজুর রহমান বলেন, আমন আবাদে আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আমন মৌসুমের ধান রোপণের সময় পিছিয়ে যায়নি। আগস্ট মাসের শেষ পর্যন্ত রোপণ করা যায়। পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে।