বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ক্যাথলিক খ্রীষ্টান মিশনের আয়োজনে মা মরিয়ম গির্জয় খ্রিস্টধর্মলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিকে শনিবার রাত ১২ টায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিনের শুভ উদ্বোধন করেন, খ্রীষ্টযাগ পৌরোহিত্য রেভাঃ ফাদার ফিলিপ মন্ডল, তিনি বলেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিলো। গতকাল রবিবার সকাল ১০ টায় মা মরিয়ম গির্জা চত্বরে পৌরোহিত্য রেভাঃ ফাদার লুইজি পাজ্জি যীশু খ্রিষ্টের জন্ম নিয়ে ধর্মীয় আলোচনা করেন, এবং বিকাল ৩ টায় ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়, এদিকে সোমবার সন্ধ্যা ৭ টায় নিত্য অনুষ্ঠান, মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক নাটক সিঁদুর চুরির বদলা নিলাম, বুধবার সন্ধ্যায় সামাজিক নাটক আজকে বাবার ফাঁসি, বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক নাটক অনুসন্ধান, ও শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে শুভ বড়দিন সম্পন্ন হবে বলে জানা যায়, এ সময় চাঁচাই ক্যাথলিক খ্রীষ্টান মিশনের সভাপতি নন্দলাল মন্ডল, ও সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল সহ মিশনের সদস্য বিন্দু উপস্থিত ছিলেন।