বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা পুরাতন জামে মসজিদে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১৩ মহররম ১৪৪৪ হিঃ মাগরিবে নামাজের পর থেকে হোগলা জামে মসজিদের ইমাম মাওঃ আবু সাঈদ নেছারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আজিজ, তিনি বলেন, হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পক্ষে অনড় থাকায় মহানবী হজরত মুহাম্মদ সালালাহু আলাইহে ওয়া সালাম এর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়ালাহু তায়ালা আনহু এবং তাঁর পরিবারের সদস্য সহ সহচরদের কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে বাধ্য করে। ৭২ জনকে নির্মমভাবে শহিদ করেন। এতে অসম ও অসজ্জিত হোসাইনী কাফেলাকে খাদ্য ও পানি বিহনে শিশু ও নারীদের দুর্বল করে ফোরাত নদীর তীরে এজিদ বাহিনীর সৈন্যরা ইমাম হোসাইনকে যুদ্ধে বাধ্য করে। তাতে নবী দৌহিত্র ও পরিবারের পুরুষ সদস্যসহ সহচরেরা বীর দর্পে যুদ্ধ করে অবশেষে এজিদ বাহিনীর হাতে কারবালার প্রান্তরে নির্মম ভাবে শহীদ হন। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন হোগলা মসজিদের সভাপতি মাস্টার আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা নুর ইসলাম, আবু দাউদ, গোলাম রব্বানী, মাওলানা হারুন অর রশিদ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের ধর্ম প্রাণ মুসলিগণ উপস্থিত ছিলেন।