বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকে তৃতীয় ধাপে আজ থেকে ২ দিন ব্যাপী বুস্টার ডোজ টিকা কার্যক্রম উদ্বোধন হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে টিকা প্রদানের জন্য সোমবার বিকাল থেকে মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা করা হয়েছে। এ সময় টিকা প্রদানে উপজেলা স্বাস্থ্য কর্মী কর্মকর্তা উপস্থিত থাকবেন।