বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ আজ শুক্রবার ১৮ এপ্রিল থেকে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্রকাটি ৪৩ তম ২৪ প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। শুক্রবার মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রণ ও অধিবাস, শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে বিকাল ৬ টা থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে। শনি, রবি ও সোমবার ১৯, ২০ ও ২১ শে এপ্রিল শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন সম্পন্ন হবে। নামামৃত পরিবেশনায় থাকবেন- গোকুল কৃষ্ণ সম্প্রদায়, জয় পাগল সম্প্রদায়, প্রভূ প্রিয়া সম্প্রদায়, নব অষ্টসখী সম্প্রদায়, বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, ও নিতাই গৌর সম্প্রদায়, সহ মহানাম সংকীর্ত্তন বিকাল ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ভক্ত সেবা চালু থাকবে আয়োজন কমিটির সভাপতি উৎপল দেবনাথ জানান।