বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য আফছার উদ্দিন। গতকাল সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে পরিষদের সচিব জয়দেব কুমার মলিকের পরিচালনায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে ৬ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন আফছার উদ্দিন, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ফারজানা শওকত আফি ৪ ভোট পান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও সদস্যা সাংবাদিক সহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।