বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গরীব অসহায় ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক আলিম আল রাজী তাপসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাতক্ষীরা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আলহাজ্ব ডাক্তার মোঃ শহিদুল আলমের সার্বিক সহযোগিতায় বিষ্ণুপুর ইউনিয়নের গরীব অসহায় ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবি বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা তাঁতিদলের যুগ্ন আহবায়ক মাহমুদ মোস্তফা, সফিরউদ্দিন সবুজ, নুর ইসলাম মিলন, সাইফুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম, ইউসুফ হোসেন, আলতাফ হোসন, আশরাফুল ইসলাম প্রমুখ।