আলমগীর হোসেন, বিষ্ণুপুর থেকেঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অধিকাংশ আম গাছের মুকুল থেকে ইতিমধ্যে বেরিয়ে পড়েছে আমের গুটি। কিন্তু গাছে গাছে আমের গুটি দেখা গেলেও দীর্ঘদিন ধরে আকাশের বৃষ্টি না হওয়ায় আমের উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা। এলাকায় বিশেষ অর্থকরী ফসল এখন আম। প্রতি বছর এ এলাকার মানুষদের জীবন-জীবিকা নির্বাহের ক্ষেত্রে আম বিশেষ ভূমিকা রাখে। কিন্তু আবহাওয়ায় এই অনুকূলে না থাকলে আম ব্যাবসায়ীদের মুখে হাসি হারিয়ে গেছে। এদিকে বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই, পারুলগাছা, বেজুয়া, জয়পএকাটি সহ বেশ কয়েকটি আম বাগান ঘুরে দেখা যায়, আমের গুটি বের হওয়া শুরু করেছে। কোনোটি আকারে ছোট, আবার কোনোটি একটু বড়। বৃষ্টি না হওয়ায় আমের গুটি স্বাভাবিক কারণে বড় হচ্ছে না। আকাশের বৃষ্টি না হলে আর কিছুদিন পর আমের গুটিগুলো গাছ থেকে ঝরে পড়তে শুরু করবে। বিষয়টি আম চাষিসহ বাগান মালিকদের ভাবিয়ে তুলেছে। সাইফুল ইসলাম নামের এক আমচাষী জানান, নতুন গাছগুলোতে এ বছর আমের গুটি মোটামুটি এসেছে। আর পুরনো আম গাছগুলোতে মুকুল নেই বললেই চলে। তবে লম্বা সময় ধরে আকাশের বৃষ্টি না হওয়ায় তারা চিন্তিত। বিষ্ণুপুর ইউনিয়ন কৃষি কর্মকর্তা মফিজুর রহমান জানান, এখন পর্যন্ত গাছ ও আমের অবস্থা ভাল আছে। যতটুক মুকুল ছিল এবং ঐ মুকুল থেকে আমের গুটি এসেছে চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে তিনি দাবি করেন। এ মুুহূর্তে একটা আকাশের বৃষ্টি দরকার।