বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ বিষ্ণুপুর ইউনিয়নের চাচঁই ফুটবল মাঠে চারদলীয় ডাবল কালার টিভি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে। চাচাঁই সবুজ সংঘ আয়োজিত চারদলীয় নকআউট টুর্নামেন্টের প্রথম খেলায় টাইব্রাকারের মাধ্যমে শ্যামনগর ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে পারুলগাছা প্রগতি সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। চাচাঁই সবুজ সংঘের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ইউপি সদস্য গোলাম রব্বানী, ইউপি সদস্য আফসার উদ্দিন, মাস্টার জাহিদুল ইসলাম, সাংবাদিক হাসেম আলী, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাবু, সাংবাদিক বেলাল হোসেন, মাহরুফ হোসেন, সাহেব আলী, প্রমুখ। এ সময় খেলাটি পরিচালনা করেন লালটু হোসেন, আজ বালিয়াডাঙ্গা ফুটবল একাদশ, বনাম বিসমিলাহ জুয়েলার্স সাতক্ষীরা ফুটবল একাদশ মুখোমুখি হবে।