বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ গভীর রাতে আম চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুই চোর আটক হয়েছে। ঘটনাটি বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামে ঘটেছে। স্থানীয়দের সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার গভীর রাতে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত্যু শাহাদাত শেখের পুত্র আসাদুল শেখ (২৫) ও হোগলা গ্রামের মৃত্যু জালাল টাপালীর পুত্র খাজা মইনুদ্দিন টাপালী (৪২) হোগলার রাশেদ টাপালীর মুরগীর ঘর থেকে ৩টি হাঁস, রশীদ মোড়লের বাড়ি থেকে ১টি বাই সাইকেল ও পার্শ্ববর্তী আমবাগান থেকে ১ মন গোবিন্দভোগ আম চুরি করতে থাকে। এসময় তাদেরকে আটক করে স্থানীয়রা। গতকাল সকালে চোরদ্বয়কে ইউপি মেম্বর ও চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন। পেশাদার চোর আসাদুল চেয়ারম্যানকে জানায় ইতিপুর্বেও কয়েকবার চুরি করতে যেয়ে সে ধরা পড়েছিল। চুরির ঘটনায় পেশাদার চোর আসাদুলকে কালিগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং মইনুদ্দিন টাপালিকে মোচলিকা নিয়ে এ বারের মত রেহাই দেওয়া হয়েছে।