বিষ্ণুপুর প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপনির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২৭ জুলাই উপনির্বাচন উপলক্ষে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ।
পোস্টারে ছেয়ে গেছে গ্রামের হাট-বাজার, অলিগলিসহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।
তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী ২ বছরের জন্য বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
উপজেলা নির্বাচন অফিস জানায়, বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোট ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাবেক ইউপি সদস্য শেখ সিদ্দিকুর রহমান, (মোরগ প্রতীক) মোশারফ হোসেন (ফুটবল প্রতীক) সুজিত মন্ডল (টিউবওয়েল প্রতীক) ভোটের মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।