বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুরআনের আলো সোস্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে চারটায় কোমরপুর মাঠ চত্বরে দ্বিতীয় তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়, উক্ত মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সাদিকুর রহমান আল-আজাহারী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা রবিউল ইসলাম, প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মহসিন রেজা মুন্না, শিমুল হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, প্রমূখ। উক্ত মাহফিলে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলিমগন উপস্থিত ছিলেন।