বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা পুরাতন জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিব থেকে বিষ্ণুপুরের বিভিন্ন মসজিদে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হয়, এদিকে হোগলা পুরাতন জামে মসজিদে পবিত্র শবে বরাত উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও মাহফিলে মাওলানা নুর ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাওলানা আবু সাঈদ নেছারী, তিনি বলেন হিজরী বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী, এই রাতে মহান রব্বুল আলামীন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন এবং ধর্মপ্রাণ মুসলিদের নিয়ে দোয়া ও মাহফিল শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি ও গুনা মাহাফের জন্য আলাহর দরবারে দোয়া করেন।