বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ বিষ্ণুপুর ইউনিয়নের উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক আগ্রহী কৃষকদের মাঝে বিনামূল্যে ব্রি ধানের বীজ- ৪৮ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ৯ টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে, ৫৫ জন কৃষকদের মাঝে আউশ ব্রি ধান-৪৮ ও রাসায়নিক সার বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজুর রহমান, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আফছার উদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমূখ। কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন নেপাল চন্দ্র সরদার, মনোরঞ্জন সরদার, আব্দুল আহাদ গোবিন্দ দেবনাথ, ইসলাম গাজী, গোবিন্দ মন্ডল সহ ৫৫ জন কৃষক।