বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ভি জি ডি কর্মসূচি ২০২০-২২ চক্রের উপকার ভোগীদের মাঝে জীবন দক্ষতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের সচিব জয়দেব কুমার মলিকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন, ইউপি সদস্য ফারজানা শওকত (আফি), ইউপি সদস্য, জাহিদুল আলম, ইউপি সদস্য আব্দুস সালাম, প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যা লাইলী পারভীন, রোজিনা খাতুন,পূর্ণিমা রানী মন্ডল,সহ সাংবাদিক গ্রাম পুলিশ, উপস্থিত ছিলেন। এ সময় হতদরিদ্র দুস্থদের মাঝে চাউল বিতরণ করা হয়।