বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শ্রীধর কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে, ফারজানা শওকত আফির সভাপতিত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা রাখেন প্রধান অতিথির বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা, শেখ আব্দুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন, আবুল বাশার মোড়ল, ইউপি সদস্যা পূর্ণিমা রানী মন্ডল, সহ শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।