বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের মৃত্যু লুইস দাসের স্ত্রী লতা মন্ডলের হাতে জনপ্রিয় বীমা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ৪১,৬২০ টাকার, মৃত্যু দাবীর চেক প্রদান করা হয়েছে। গতকাল বেলা সকাল ১১ টায় হোগলা শাখা অফিসে জনপ্রিয় বীমা প্রকল্পের সাতক্ষীরা জেলা ইনচার্জ রবিউল ইসলামের উপস্থিতে মৃত্যু দাবীর চেক প্রদান করা হয়, এ সময় আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালী, দেবাহাটা শাখার এ জি এম, নুর হোসেন, হোগলা শাখা ম্যানেজার আলমগীর হোসেন, কালিগঞ্জ সার্ভিসের অবলীকন কর্মকর্তা সাদেকুর রহমান, নজু টাপালী, অসিত মন্ডল প্রমুখ।