বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ বিষ্ণুপুরে ইটেরসোলিং রাস্তার নির্মান কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০ টায় কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর বটতলা মোড় হয়ে ফরিদপুর পর্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এর রাস্তা দিয়ে অনেক কষ্টে যাত্রী সাধারণ যাতায়াত করতে হয়েছে। অবশেষে রাস্তাটি ইটসোলিং হওয়ায় খুশি হয়েছে কয়েক গ্রামের মানুষ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে পিযুস কান্তি রায়, গোলাম রব্বানী, আফছার উদ্দীন মোড়ল, ফারজানা শওকাত আফি, শেখ জাহিদ আলম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুস সালাম, খলিলুর রহমান সরদার, এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য লাইলি পারভিন প্রমুখ।