বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধু মহলের উদ্যোগে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯ টায় বিষ্ণুপুর পি, কে, এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এদিকে বন্ধু মহলের সভাপতি রমেশচন্দ্র সরদারের সভাপতিত্বে করোনার কারণে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি, ও বিধি নিষেধ মেনে পূজার আয়োজন করা হয়েছে সীমিত পরিসরে। অপরদিকে বিষ্ণুপুর ফুটবল মাঠে প্রান্তিক সংঘের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ৫ দিন ব্যাপী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। ইহাছাড়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাসাবাড়ী, ও পূজামণ্ডপে সরস্বতী পূজা পালিত হচ্ছে এবং পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করতে দেখা গেছে। এদিকে ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।