বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুরে প্রান্তিক সংঘ ও বন্ধু মহল ক্লাব এর আয়োজনে প্রতি বছর ন্যায় এ বছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় সাত দিনব্যাপী পঞ্চমী মেলা শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল। এসময় পূজা মন্ডপে সরস্বতী পূজার অঞ্জলি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার নারী পুরুষ সনাতন ধর্মালম্বীরা। মেলায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, তার মাতা গৌরী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী ডাক্তার অতিশ কুমার বাছাড়, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লা কায়সার সুমন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, সহ এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ বন্ধু মহল ও বিষ্ণুপুর প্রান্তিক সংঘ এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।