বিষ্ণুপুর কালিগঞ্জ প্রতিনিধি ঃ সাতক্ষীরা ৪ (কালিগঞ্জ- দেবহাটা) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন নির্বাচনী এলাকায় জনসংযোগে গতকাল শনিবার সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর, চৌমুহনী, বন্ধকাটি সহ বাসতলা বাজারের সর্বস্তরের বিক্রেতা, ক্রেতা, জন সাধারণ সহ পথচারীদের সাথে কুশল বিনিময় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ও নিজের জন্য দোয়া চেয়েছেন। শুভেচ্ছা বিনিময় কালে সাবেক সংসদ আলহাজ্ব কাজী আলাউদ্দীন বলেন আমি এমপি থাকাকালে এলাকার ছোট বড় সড়ক উন্নয়নসহ অবকাঠামো উন্নয়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছিলাম। আগামীতে সুযোগ পাইলে শ্যামনগর ও কালিগঞ্জ বাসীর কল্যানে অবদান রাখতে চাই। এ জন্যে জনসাধারনের সহযোগীতা ও দোয়া চাই।