বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তথ্য উপাত্ত সংগ্রহ, ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ তরফদার, সদস্য জি এম রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম প্রমুখ। সভায় কালিগঞ্জ উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেক দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝে তথ্য উপাত্ত সংগ্রহ ফরম প্রদান করা হয়।