বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিষ্ণুপুরে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় মুকুন্দ মধুসূদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়, উক্ত সমাবেশে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলিম আল রাজি তাপসের সভাপতিত্বে ও উপজেলা মৎস্যজীবী দলের সম্পাদক সফিরউদ্দিন সবুজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, এস এম সেলিম আহম্মেদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম বাবু, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল, রাজু আহম্মেদ জাকির, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, কিসমোতুল্লাহ বারি, সিরাজুল ইসলাম বাবলু প্রমুখ। এ সময় বক্তারা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: সহিদুল আলমের শুভেচ্ছা ও সালাম জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।