শাহাদাত হোসেন ও আলমগীর হোসেন বিষ্ণুপুর থেকেঃ মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন’ এ স্লোগান গানকে সামনে রেখে কালিগঞ্জ বিষ্ণুপুরে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিষ্ণুপুর বন্ধু মহলের আয়োজনে বিষ্ণুপুর ফুটবল মাঠে খেলার উদ্বোধন করেন বিষ্ণুপুর (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। স্বাগতিক জয়পত্র কাটি ফুটবল একাদশ ও থালনা পলী উন্নয়ন যুব সংঘ ফুটবল একাদশ প্রতিযোগিতা করেন। ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে জয়পএ কাটি ফুটবল একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়। খেলা পরিচালনা করেন তাপস সরকার। সহকারি মিজানুর রহমান,ও দীপক সরকার।শুক্রবার বিকালে একই মাঠে উত্তর শ্রীপুর ও মৌতলা ফুটবল একাদশ মুখোমুখি হবে।