আলমগীর হোসেন, বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী বিষ্ণুপুর প্রান্তিক সংঘ, ও বন্ধুমহল, পৃথক দু’টি মন্ডপে প্রতি বছরের ন্যায় এবারও ৭ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে সরস্বতী পূজা সম্পন্ন হয়ছে। বিষ্ণুপুর হাইস্কুলের মাঠ চত্বরে মনোরম প্যান্ডেলে পাশাপাশি বর্ণিল আলোকসজ্জা করা হয়। বিষ্ণুপুর প্রান্তিক সংঘের সভাপতি শিবদাস বৈদ্য, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক নির্মল কুমার গাইন, ও প্রভাষক বাবু গোপাল চন্দ্র মন্ডল জানান গত বৃহস্পতিবার সকাল ১০ টায় সরস্বতী পূজা ও অঞ্জলী মধ্য দিয়ে পূজা শুরু হয়, এদিকে মঙ্গলবার রাত ৯ টায় চলচ্চিত্র অভিনেতা আফজাল শরীফ ও জিএম সৈকত এর নেতৃত্বে, যশোর, খুলনা ও সাতক্ষীরার শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে পৃথক সাতদিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবীর কাজল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া খাতুন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, আলমগীর হোসেন, সাহাদাত হোসেন সহ সাংবাদিক, জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, সূধী ও হাজার হাজার দর্শক ও শ্রোতা অংশগ্রহন করেন। এদিকে গতকাল বুধবার রাত ৮ টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন হয়।