বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এলক্ষে রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্কুলের সহকারী শিক্ষক মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মেহেদী হাসান তারেক, তিনি বলেন লড়াই ছিল ভাষায় জন্য, নিজের মাতৃভাষা বাঁচানোর লড়াই। মায়ের ভাষা বাংলা অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জি এম, আব্দুল হামিদ, রেজাউল করিম, নারায়ণ চন্দ্র বিশ্বাস, সুদীপ কুমার রায়, শ্রাবন্তী চক্রবর্তী, সহ শিক্ষক সাংবাদিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষে বিষ্ণুপুরে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।