বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর আবারও চেতনা নাশক স্প্রে দিয়েপরিবারের সকলকে অজ্ঞান করে দুধর্ষ চুরি সংঘটিত করেছে। এতে ঐ এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি মুকুন্দ মধুসূদনপুর গ্রামে একই রাতে পৃথক দুই বাড়ি ঘটে। এসময় চক্রটি গ্রীলকেটে স্বর্ণালঙ্কার, ও নগদ টাকা সহ প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছে। সরেজমিন গিয়ে জানাগেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসুদনপুর গ্রামের মৃতঃ মোহাম্মাদ আলী সানার পুত্র আলহাজ্ব আব্দুল মজিদ সানার বাড়িতে শনিবার রাত আনুঃ ১ টা ২০ মিনিটে চক্রটি প্রাচীর টপকিয়ে প্রবেশ করে মূল গেটের ও ঘরের গ্রীলের তালাভেঙ্গে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার, নিয়ে যায় ঐ রাতে একই গ্রামের জোমাত আলী গাজী (আগোল) এর পুত্র ফিরোজ হোসেনের বাড়িতে একই স্টাইলে ঘরে ঢুকে পরিবারের সকলকে একটি রুমে বন্দী করে পালসার মটর সাইকেল, ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লক্ষ টাকা সহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে ৫/৭ জনের চোরচক্র সদস্যরা। গতকাল বেলা ১১ টায় কালিগঞ্জ থানার ওসি মোহাম্মাদ হালিমুর রহমান বাবু ও থানার উপ পরিদর্শক নকিব সহ সঙ্গীয় ফোর্স ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনা স্থান করেন।