বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জের বিষ্ণুপুরে ২নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি অমর চক্রবর্তীর সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্ছু, অশিম চক্রবর্তী, প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পী, সুশিল চক্রবর্তী, আঃ সামাদ, সাবেক ইউপি সদস্য আতাউর রহমান, চাঁচাই সবুজ সংষের সভাপতি রেজাউল করিম, ৩নং ওয়ার্ড আ’ওয়ামী লীগের সভাপতি মিণাল কুমার মন্ডল, ইসমাইল হোসেন, মাওঃ ইউনুছ আলী, আঃ মজিদ, শাহজাহান ঢালী, আঃ রহিম, সাংবাদিক হাসেম আলী সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।