বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে বিষ্ণুপুর মোড়ল চত্বরে আস্থা ফাউন্ডেশনের সভাপতি রেজওয়ান মোড়ল এর সভাপতিত্বে ও হাফেজ ক্বারী হযরত মাওঃ নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আঃ রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য পিযুজ কান্তি রায়, আস্থা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ—সভাপতি শেখ মনিরুজ্জামান, আবু রায়হান মোড়ল, নাইম ইসলাম, মেহেদী মোড়ল, রিদয় সরদার, আবু হাসান, মেহেদী হাসান, ফেরদৌস গাজী, আজমীর হোসেন, আরিফুল ইসলাম, হোসাইন ইসলাম, প্রমুখ। এসময় ৬০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।