বিষ্ণুপুর কালিগঞ্জ প্রতিনিধি ঃ আগামী ১৭ অক্টোবর ২০২২ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। গতকাল সোমবার বেলা ১২ টায় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ফেরদৌস আলফা, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, প্রমুখ। এ সময় তিনি বলেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হতে সকলের ভোট প্রার্থনা করেন ও দোয়া কামনা করেন।