বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সংস্থা (বামাস) এর উদ্যোগে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে মাদার তেরেসা সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জানাগেছে, মানব সেবায় বিশেষ অবদানের জন্য গতকাল সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রতিনিধি সজল মাহমুদ এই সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপির সদস্য, সদস্যা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।