শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

বিষ্ণুপুর ইরি বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিষ্ণুপুর থেকে ॥ কালিগঞ্জের বিষ্ণুপুরে কনকনে শীত আর কুয়াশা উপেক্ষা করে বোরো চাষের জমি প্রস্তুত ও চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইরি বোরো ধান লাগানো নিয়ে এখন চলছে উৎসবের আমেজ। কেউ বীজতলা থেকে ধানের চারা তুলছেন, কেউবা আবার জমি পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যস্ত রয়েছেন। এমন দৃশ্য দেখা যাচ্ছে বিষ্ণুপুরের বিভিন্ন বিলে। কৃষকদের কাছে হার মানছে মাষের শীত। এ বছর ইরি বোরো ধান রোপণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বোরো ধানের আবাদ। এমনটা জানালেন কৃষি অধিদপ্তর থেকে। গত কয়েক দিন ধরে হঠাৎ বেড়েছে কুয়াশা ও শীত আবার গুড়ি গুড়ি বৃষ্টি। অতিরিক্ত ঠান্ডায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। সকালে দেরি করে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান। সন্ধ্যার পরপরই অধিকাংশ দোকানপাট বন্ধ হওয়ায় চারপাশ হয়ে যাচ্ছে জনমানবহীন। কিন্তু যারা মাঠে ধান ফলাবেন, তাদের কোনো স্থবিরতা নেই। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে কাকডাকা ভোরে কনকনে শীতে মাঠে নেমেছেন গ্রামের কৃষকরা। শীত সব সময় তাদের কাছেই যেন হার মানে। গতকাল সরজমিন ঘুরে দেখা যায়, প্রচণ্ড শীত ও কুয়াশার মধ্যেও কৃষকরা দলবেধে বোরো ধানের চারা রোপণ করছেন। কৃষক নজরুল ইসলাম, সাহাদাত, সামাদ, রফিকুল ইসলাম গাইনসহ অনেকই দৃষ্টিপাত কে বলেন শীতের ভয়ে ঘরে বসে থাকলে চলবে না। এদিকে গত সপ্তাহে শীত একটু বেশি ছিল কিন্তু বর্তমানে শীত এখন কমে গেছে ইরি বোরো ধান রোপনে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন চলতি ইরি বোরো মৌসুমে বিষ্ণুপুর ও মুকুন্দপুর ব্লগে প্রায় সাড়ে ৬শ’ হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। চারা রোপণ থেকে শুরু করে ধান কেটে ঘরে ওঠানো পর্যন্ত কৃষকদের সার্বিক পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com