বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ এসো হে নবীন দলে দলে” ছাত্র শিবিরের ছায়া তলে” এই প্রতিবাদ্য কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর পূর্ব শাখার অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৮ আগস্ট) বিকাল ৪ টায় বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার নুর ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জামায়াতের নেতা আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, জামায়াতে নেতা মাওঃ আব্দুস সামাদ, জিএম রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জোবায়ের হোসেন প্রমুখ।