বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ওয়ার্ড কমিটি বিলুপ্ত ও কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭ টায় শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আহসাউল্লাহ তরফদার এর সভাপতিত্বে ও আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম। সদস্য সচিব আজিজুর রহমান খান, গোলাম রসুল, মোস্তফা মাহমুদ, প্রফেসর রেজাউল করিম, শেখ আলাউদ্দিন, শেখ আব্দুল করিম, ইদ্রিস আলী, দাউদ আলী গাজী, জাফর ইকবাল বাবু, শেখ আঃ সালাম, সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম, সাহাবুদ্দিন মোড়ল, আব্দুল হান্নান, রমিজ উদ্দিন সামছুর রহমান, যুব দল নেতা ফিরোজ হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা সহ প্রকৃত বিএনপি’র জেলখাটা, ত্যাগীরা পথ পাবে, প্রকৃত বি,এনপিরাও কমিটিতে থাকবে কোন কমিটিতে বিতর্কিত আওয়ামী সমর্থিত ফেইস বুকে ছবি আছে, এমন কোন আওয়ামী নেতারা থাকতে পারবে না।