বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন হোগলা মোড়ে কৃষকদলের উদ্যোগে আগামী শুক্রবার কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান। সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, সিনিঃ যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, ইউনিয়ন সদস্য সচিব হামিদুল ইসলাম, প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাসাস আহ্বায়ক মাহরুম বিল্লাহ, আঃ হান্নান, সিনিয়র সদস্য সাহাজান আলী, কৃষক দলের ওয়ার্ড সভাপতি রমিজ উদ্দিন, ইদ্রিস আলী, আরজেদ মোল্লা, সাহাদাত মোড়ল, কাজী শরিফুল ইসলাম, মুরশিদ আলী, আবুল হোসেন, হামিদুল মোড়ল, সোহাগ গাজী, সহ কৃষক দলের ইউনিয়ন, ওয়ার্ডের, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।