বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি ২০২২ ও ২০২৩ অর্থ বছরে বিষ্ণুপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও খেলাধুলার মান উন্নয়নের জন্য ক্রীড়া সামগ্রী ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় ইউনিয় পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি ক্রীড়া সামগ্রী ও স্কুল ব্যাগ বিতরন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, সিরাজুল ইসলাম, খলিলুর রহমান, ফারজানা খাতুন, জাহিদুল আলম, লাইলী পারভীন, আফসার উদ্দিন, পূর্ণিমা রানী মন্ডল, আঃ কাদের, প্রমুখ। উলেখ্য বিষ্ণুপুর ইউনিয়নের ১২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ টি করে স্কুল ব্যাগ বিতরণ করেন, এদিকে একই সাথে এডিপির অর্থয়নে বিষ্ণুপুরের ৪টি ফুটবল মাঠ, ১২টি প্রাথমিক বিদ্যালয়, ৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা সহ বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী ফুটবল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।