আলমগীর হোসেন, বিষ্ণুপুর থেকেঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই সবুজ সংঘের আয়োজনে ৫ দিনব্যাপী বৃক্ষ মেলা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন হবে। চাঁচাই ফুটবল মাঠে এই বৃক্ষ মেলা চলবে, ১২ সেপ্টেম্বর পর্যন্ত। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালিগঞ্জ থানার ওসি হালিমুর রহমান। উক্ত মেলায় ফলজ, বনজ, ঔষধি ও সভা বর্ধনকারী গাছের ২০ টি নার্সারীর স্টল বসানো হবে বলে জানান চাঁচাই সবুজ সংঘের সভাপতি রেজাউল করিম।